জনজীবন ডেস্ক::;///
পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন জনজীবন ফাউন্ডেশনের সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মোল্লা।
সাইফুল ইসলাম মোল্লা দৈনিক জনজীবন(অনলাইন)কে দেয়া এক শুভেচ্ছা বার্তায় বলেন- পবিত্র মাহে রমজান সমাগত। এ পবিত্র মাস সমগ্র মুসলিম উম্মাহ’র জন্য রহমত, বরকত ও নাজাতের মাস হিসেবে সম্মানিত। তিনি বলেন, হিংসা-বিভেদ, গীবত অন্যায়, জুলুম, ভেবিচার, অবিচার এবং লোভ লালসাসহ সকল ধরনের পাপকাজ থেকে বিরত থাকার এক মহান শিক্ষা দেয় মাহে রমজান। এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদেরকে পবিত্র মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এবং সমাজে শান্তি প্রতিষ্টা করতে হবে। পবিত্র মাহে রমজান গুনা মাফের মাস হতভাগা ঐ ব্যক্তি যে পবিত্র মাহে রমজান পেয়েও তার গুনাহ মাফ করাতে পারলো না, মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়, মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে তিনি এ প্রার্থনা জানান।