কে এম সাইফুল্লাহ ভূইয়া :::///
মুন্সিগঞ্জ সদর উপজেলার সদ্য বিদায়ী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আল আমিন হাওলাদারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১.০০টায় মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম।
বক্তব্য প্রদান করেন ইদ্রাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদ সুলতানা, নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাহারা বেগম, বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল ইসলাম সিকদার, যোগিনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক। আরো উপস্থিত উপস্থিত ছিলেন রোকেয়া বেগম, গুলশান আরা বেগম শেফালী, আসমা বেগম, শান্তা, আফরোজা খানম, জেসমিন আক্তার, তাসলিমা বেগম, এসএমএম মোসাহেদুল্লাহ, মোহাম্মদ ইউনুছ আলী, আয়শা আক্তার, মানসুরা আমিন, নার্গিস বেগম, লাকি আক্তার প্রমূখ।