সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা- মোঃ সবুজ মাহমুদ সরকার
জনজীবন ডেস্ক:::
দেশ ও দেশের বাহিরের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন- মুন্সীগঞ্জ সদর উপজেলা চালকদলের সাধারণ সম্পাদক এবং সমাজকল্যাণ মূলক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ সবুজ মাহমুদ সরকার।
দৈনিক জনজীবন (অনলাইন)কে দেয়া এক বার্তায় তিনি বলেন- আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন।
পবিত্র মাহে রমজান সকল ধর্মপ্রাণ মুসলমানদের জন্য নিয়ে এসেছে রহমত, বরকত, মাগফিরাত। ইহা দোয়া কবুলের মাস, গুনাহ মাফের মাস, ভাগ্য পরিবর্তনের মাস। সবাইকে এ মাসের পবিত্রতা রক্ষা করতে হবে।
সবাইকে অশ্লীলতা, বেহায়াপনা থেকে দূরে থাকতে হবে। রোযা রাখার পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ ও নিয়মিত কোরান তেলাওয়াত করতে হবে। প্রতিটি মানুষ সঠিক এবং সুন্দরভাবে ধর্মকর্ম পালন করলে তার জীবনে এবং পরিবারে সুখ ও শান্তি আসবে। যখন প্রতিটি মানুষের পরিবারে সুখ ও শান্তি আসবে তখন পুরো দেশে শান্তি বিরাজ করবে।
তিনি আরো বলেন- পবিত্র রমজান মাস মুমিনদের জন্য আনন্দের; রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে আল্লাহর রহমত ব্যাপকভাবে বর্ষিত হয়। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। ফলে রোজা, নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা, ফিতরা, জাকাত, জিকির-আসকারের মতো যাবতীয় ইবাদত সহজে তাদিকার মাধ্যমে তাকওয়া অর্জন সম্ভব হয়। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেন, ‘রমজান মাস! যে মাসে মানুষের জন্য পথনির্দেশ, সৎপথের স্পষ্ট নিদর্শন এবং সত্য-মিথ্যার পার্থক্যকারী কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে, তারা যেন রোজা পালন করে।’ (সুরা-২ বাকারা, আয়াত: ১৮৫)