মুন্সিগঞ্জে শতাধিক পরিবারের মাঝে আমঘাটা দক্ষিন যুবসমাজের ইফতার উপহার
জনজীবন ডেস্ক ঃঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলার আমঘাটা দক্ষিণ সমাজে শতাধিক পরিবারের মাঝে ইফতার ও নিত্যপন্য উপহার বিতরণ করেছে স্থানীয় যুবসমাজ । শনিবার বিকালে আমঘাটা দক্ষিণ সমাজ যুব সংগঠনে আয়োজনে ও প্রবাসীদের অর্থায়নে বিভিন্ন নিত্যসামগ্রীসহ এসব উপহার বাড়ি বাড়ি পৌছে দেওয়া হয়।
পণ্য সামগ্রীর মধ্যে ছিলো, খেজুর – ১কেজি, মুড়ি- ২কেজি, তেল -২লিটার, পিয়াজ – ২কেজি, ১টি মুরগি, বুট -২ কেজি,ডাল – ২কেজি, ট্যাং-১ প্যাকেট,
মালটা ১কেজি, আপেল -১কেজি ও চিড়া- ২কেজি।
এবিষয়ে আয়োজনকারীরা জানান, পবিত্র মাহে রমজান শান্তি বার্তা নিয়ে আসে। মুসলিম পরস্পর একে অন্যের পাশে দাড়াবে ও একে অন্যের প্রতি সহমর্মিতার জানাবে সে বাণী নিয়ে আসে। সমাজে সবার অবস্থাতো এক না, কিন্তু রোজা সবার জন্য। তাই সমাজে যারা কিছুটা নিন্ম আয়ের মানুষ রয়েছে তাদের রমজানে যেনো তাদে কিছুটা হলেও পাশে দাড়ানো যায়, কষ্ট লাগব করা যায় সে চিন্তা থেকে ইফতার ও পন্য সামগ্রী উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি জানালে এগিয়ে আসে প্রবাসে থাকা এলাকার যুবকরা। প্রবাসীদের অর্থায়নে রমজানের শুরুতে ১শত পরিবারে মাঝে সহযোগিতা পৌছানো হয়েছে। দিনের বেলা অনেকেই সহযোগিতা নিতে চায়না, দৃষ্টিকটুও দেখাযায়, তাই রাতে বাড়ি বাড়ি পৌছে দেওয়া হয়েছে সামগ্রী।
তারা আরো বলেন, সমাজে কারো কষ্ট থাকবে না, এমন সমাজ গড়তে চাই সকলে। রমজানে আরো কারো সহযোগিতার প্রয়োজন হলে সেটিও করা হবে।
এদিকে এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছে উপহার প্রাপ্তরা। আয়োজনকারীদের জন্য দোয়া করা হবে বলেও জানিয়েছে সকলে।