মুন্সীগঞ্জ জামায়াতে ইসলামীর রমজানকে স্বাগত জানিয়ে মিছিল অনুষ্ঠিত।
মুন্সীগঞ্জ থেকে মমিন বিশ্বাস :::///
মুন্সীগঞ্জ বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ সদর উপজেলা পৌরসভার শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা এই মিছিল অনুষ্ঠিত হয়।জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারীর নেতৃত্বে অন্যান্য মধ্যে মিছিলে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মো আরশাদ আলী ঢালী, মুন্সীগঞ্জ সদর উপজেলার আমির নুরুল আমিন সিকদার,, পঞ্চসার ইউনিয়নের আমির মো শামসুদোহা বিশ্বাস, আধার ইউনিয়ন আমির মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল, রামপাল ইউনিয়ন আমির মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল প্রমুখ।
মিছিলটি কোর্ট চত্ত্বর থেকে শুরু হয়ে মুন্সীগঞ্জ জেলা জামায়াতের অফিসের সামনে এসে শেষ হয়। এ সময় রমজানে সমস্ত অশ্লীলতা বন্ধের আহবান জানানো হয়।