মুন্সিগঞ্জে মৎস্যজীবী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।
মোঃ সাইফুল ইসলাম :::///
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মুন্সীগঞ্জ সদর উপজেলা শাখার আয়োজনে উৎসব মুখর পরিবেশে মৎস্যজীবী দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকাল ১১:৩০ টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর বিএনপির কার্যালয়ে মৎস্যজীবী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়, পরে রেলি শেষে নেতা কর্মীরা আলোচনা সভায় অংশ গ্রহণ করেন, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মহিউদ্দিন আহমেদ, আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন সামির, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন , জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন, সদর উপজেলার মৎস্যজীবী দলের সভাপতি বিজয় মাধবর, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় হাসান, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের সিঃ যুগ্ম আহবায়ক দিদার হোসেন, রাকিব হোসেন, ফারুক, নুরুজ্জামান, দেলোয়ারসহ মৎস্যজীবী দলের ইউনিয়ন ও ওয়ার্ডের নেত্রীবৃন্দ।