বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জ জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জ জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে বিভিন্ন পদে ২১৫ জনের নাম রয়েছে। জেলার ৬ উপজেলা থেকে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা ৬ মাস মেয়াদী এই কমিটিতে স্থান পেয়েছেন।
কমিটির আহবায়ক সিরাজদিখান উপজেলার জাকারিয়া আহমেদ সাদ, সদস্য সচিব টংগিবাড়ী উপজেলার জাহিদ হাসান, মুখ্য সংগঠক সদর উপজেলার মাহমুদুল হাসান নিরব ও মুখপাত্র লৌহজং উপজেলার অবন্তিকা দাস কংকা।
এছাড়া কমিটিতে স্থান পেয়েছেন ৪৩ জন নারী শিক্ষার্থী।
আজ শুক্রবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে এ কমিটি প্রকাশ করা হয়।
গতকাল ২৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এতে স্বাক্ষর করেন