মুন্সিগঞ্জে অবসরপ্রাপ্ত কর্মচারীদের সংবর্ধনা
জনজীবন ডেস্ক::/
অদ্য ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বেলা ৩.৩০ মিনিটে মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসকের কার্যালয় এর সম্মেলন কক্ষে কালেক্টরেট স্টাফ মিটিং এর পর ৩০/১২/২০২২ তারিখ থেকে অদ্যাবধি অবসর নেওয়া জেলা প্রশাসকের কার্যালয়, অধীনস্থ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং জেলা ও উপজেলা পর্যায়ের রাজস্ব প্রশাসনের দপ্তরসমূহের ১০-২০ তম গ্রেডের কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন এবং কর্মচারীদের হাতে নিজ হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত।
এ সময় প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীগন উপস্থিত ছিলেন।