মুন্সীগঞ্জ মানবিক ডাক্তার সুজন শরীফের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
১২ শত রুগীকে ৭ লক্ষ টাকার ঔষধ বিতরণ।
মুন্সীগঞ্জ থেকে মমিন বিশ্বাস ;
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের কতি সন্তান গরিবের ডাক্তার খ্যাত মানবিক ডাক্তার মুহাম্মদ সুজন শরীফের ব্যবস্থাপনায় দারুলউলুম বি বাগ কউমি মাদরাসার উদ্যোগে বীর মুক্তিযুদ্ধা মরহুম আব্দুল জলিল ঢালীর মাগফিরাত কামনায় শুক্রবার সকাল সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত দারুলউলুম বি বাগ কউমি মাদরাসায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১২ শত রুগীর মাঝে ৭ লক্ষ টাকার ঔষধ বিতরণ করা হয়েছে এতে বিশেষজ্ঞ ডাক্তার হিসাবে রুগির ব্যবস্থাপনা দেন।বিশিষ্ট নিউরো সার্জন ডাক্তার মুহাম্মদ সুজন শরিফ। মেডিসিন বিশেষজ্ঞ ঢাকা অনেক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: মো: সাখাওয়াত হোসেন, স্রী,প্রসূতিবিদ্যা ও গাইনী ক্যান্সার বিশেষজ্ঞ ডা; তোহিদা নাজনীন ডা: আসমা ফারুকী গ্যাস্ট্রোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার তারিক জামিল বাসেত। ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম ফখর উদ্দিন রাজি ছাড়া উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য আহসানুল্লাহ মন্ডল, ডাক্তার মোঃ ইব্রাহিম মুন্সিগঞ্জ পৌরসভার আমির এইচএম বাইজিদ। ফ্রি মেডিকেল ক্যাম্পে।