মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত
মোঃ জাহাঙ্গীর হোসেন, মুন্সীগঞ্জ:://
মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মিলাদ মাহফিল, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ তিনদিন ব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজিত অনুষ্ঠানমালার আজ তৃতীয় ও শেষ দিন। ৬ ই ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১.৩০ মিনিটের সময় মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে দুপুর ৪.১৫ মিনিটের সময় শেষ হয়েছে। শীতের শেষে ঋতুরাজ বসন্তের আগমনে গাছে গাছে নতুন পাতা পাখির সুমিষ্টি আওয়াজ আর সেই সাথে আমাদের বিদ্যালয়ের ছোট্ট সোনামনিদের মিষ্টি গানে ভরে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গণ। তাই আজ বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান কে আমরা দু’টি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে রয়েছে পুরস্কার বিতরণ ও ২য় পর্বে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার সুযোগ্য প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার সুযোগ্য অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবির, মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জনাব শরীফ উল্যাহ, মুন্সীগঞ্জ জেলার শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেন, সহকারী কমিশনার মুনতাসির মাহফুজ, বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সদস্য মোঃ আজহার হোসেন, দোলন কুমার সাহা, আব্দুল হালিম মিয়া, নার্গিস আক্তার, বাচ্চু সরকার, আবুল হোসেন প্রমূখ।
মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন ঢালীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে দশম মানের ছাত্রী, গীতা পাঠ করে দশম মানের ছাত্রী।
এবার বিদ্যালয়ের বার্ষিক বিবরণী পাঠ করবেন প্রধান শিক্ষক জনাব মোঃ আক্তার হোসেন ঢালী। এরপর বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্রদের পড়াশোনা করতে বলেন। পুরস্কার বিতরণ শুরু করে সম্মানিত অতিথিবৃন্দ। সহকারি শিক্ষকদের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরষ্কার অর্জন করেছে তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়। এছাড়াও বিদ্যালয়ের সকল ছাত্রীরা করতালী দিয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেছে।
বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আকতার জাহান, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সাত্তার, আব্দুল হান্নান, আফসানা বেগম, মোঃ ইমাম হোসেন, নৃপেন্দ্র কুমার মন্ডল, মোঃ জাহাঙ্গীর হোসেন, গাজী আসিফ আফসার রিয়েল ও আহবায়ক দিলারা আক্তারসহ আরো অনেকে। অনুষ্ঠানের সভাপতি সকল শিক্ষক, ছাত্রী, অভিভাবক, সাংবাদিক, অতিথিবৃন্দের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে সমাপ্ত ঘোষণা করেন।