দেওভোগ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত
মোঃ সাজ্জাদ হোসেন ::
“শিক্ষার্থীদের বাংলায় পঠন দক্ষতা উন্নয়নে স্বাধীন পাঠক তৈরি অগ্রযাত্রা” বিষয়কে কেন্দ্র করে আজকে সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জ সদর উপজেলার দেওভোগ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
আজ সোমবার অনুষ্ঠিত উক্ত সাব ক্লাস্টার প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মইনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুল মোমিন মিঞা ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের শিক্ষার্থীদের পঠন দক্ষতা উন্নয়নে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক পরামর্শ দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়।
এ সময় সাব ক্লাস্টারের আওতাভুক্ত বিদ্যালয়ের প্রায় ৩০ জন শিক্ষক উপস্থিত ছিলেন।