সন্তানসহ গুলিতে আহত জরিনা বেগমের বক্তব্য এক এলাকাবাসী বললেন ভিন্ন কথা
মোঃ আল আমিন ঃঃ
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের শরিফ মীরের স্ত্রী জরিনা বেগম(৪০) ও ছেলে জিহাদ (১৪)কে গুলি করে আহত করে কিছু মুখোশধারী দূর্বৃত্ত।
২৫/০১/২০২৫ ইং রোজ শনিবার রাত ৯.০০টার দিকে জরিনার নিজ বাড়ীতে হামলার এ ঘটনা ঘটে।
এদিকে এই হামলার ঘটনা সম্পর্কে জানতে চাইলে বিএনপি নেতা আওলাদ হোসেন মোল্লা জানান- জরিনা ও তার স্বামী শরীফ মীর দীর্ঘদিন যাবৎ ইয়াবা বিক্রি করে আসছে। গতকাল রাত্রে কিছুলোক ইয়াবা কিনতে আসলে জরিনার সাথে কথা কাটাকাটি হয়। ক্রেতা বিক্রেতার দস্তাদস্তিতে জরিনা ও ছেলে সামান্য আহত হয়।
প্রবীন রাজনীতিবিদ জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিক বলেন – ডিসেম্বরে স্বৈরাচারের দোসররা বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও বাড়ীঘর ভাংচুর করে। সে মামলায় বাদী জরিনা বেগমকে মামলা তুলে নেয়ার জন্য ভয়ভীতি ও হুমকী দিয়ে আসছিল ছাত্র জনতার আন্দোলনে অস্ত্র সস্র নিয়ে হামলাকারী আওয়ামীলীগের সন্ত্রাসীরা। শনিবার রাতে বিএনপি কর্মী শরীফ মীরকে খুঁজতে যায় সন্ত্রাসীরা। তাকে না পেয়ে ঘরে ঢুকে তার স্ত্রী জরিনা ও ছেলে জাহিদকে গুলি করে এবং হুমকী দিয়ে বলে মামলা তুলে না নিলে পরিনতি ভয়াবহ হবে।
এদিকে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান ফকির বলেন- মোল্লাকান্দি ইউনিয়নের পরিস্থিতি নিয়ে আমরা মঙ্গলবার বসবো, দেখি দুই গ্রুপকে একটা সমঝোতায় এনে এলাকায় সহাবস্থান নিশ্চিত করার চেষ্টা করবো। তিনি আরো বলেন বিএনপির দুই গ্রুপের বিবাদের সুযোগ নিচ্ছে পরাজিত স্বৈরাচারের দোসররা।
আরো বিএনপি নেতাদের বক্তব্য আসছে- – – –