মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে ব্যাচ- ১৯৯৭ পূর্ণমিলনী উৎসব
মোঃ জিয়াউর রহমান ///
মুন্সীগঞ্জ সদর উপজেলার
মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে ব্যাচ- ১৯৯৭ পূর্ণমিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এসো মিলি ঐক্যতানে, কথা হবে বন্ধুর সনে এই শ্লোগানে আজ শনিবার বেলা ১০.০০ টা থেকে ব্যাচ- ১৯৯৭ সালের বন্ধুদের পূর্ণমিলনী উৎসব অনুষ্ঠিত হয়।
এ সময় ৯৭ ব্যাচের আবু সালেহ, দিদার হোসেন, বিএম জাকির হোসেন, মানিক, আওলাদ হোসেন, তারিকুল ইসলাম, আব্দুল আলী, আফরোজা লাকি, সুমা আক্তার, বিউটি আক্তার, তানিয়া ইসলাম,মাহমুদা আক্তার, সামসুন নাহারসহ ৯৭ সনের আরও প্রায় ১০০ জন বন্ধু বান্ধব নাচে, গানে, আনন্দ আড্ডায় পুনমিলনী উৎসবে দিনটি অতিবাহিত করে।
৯৭ ব্যাচের একজন শিক্ষার্থী এবং বর্তমানে শিক্ষকতা পেশায় কর্মরত বিএম জাকির হোসেন জানালেন- তারা বন্ধুদের সাথে অনেক বছর পর একত্রিত হয়ে একটি অন্যরকম ভালোলাগার দিন উদযাপন করলেন।