মুন্সিগঞ্জের টংগিবাড়ীর চাষিরীতে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত
মোঃ সাইফুল ইসলাম :::////
আজ বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জের টংগিবাড়ীর চাষিরীতে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চাষিরী সাইদিয়া হাফিজিয়া মাদ্রাসা বাগে জান্নাত জামে মসজিদ ও গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফাসসিরে কোরআন
আলহাজ্ব হজরত মাওলানা আবু বকর সিদ্দিক ফরিদী, খলিফা, পীর সাহেব বাহাদুরপুর ও পীর সাহেব শাশিয়ালী। খতিব, বাইতুল আম্বর জামে মসজিদ টংঙ্গী।
বিশেষ বক্তা, মুফতী আশেকে এলাহী ইমরান হালিমী। মুহাদ্দিস : জামিয়া ইসলামিয়া মাজহারুল উলুম মিরপুর ১,
প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজ সেবক ভোরুন্ডা ও চাষিরী হাজি মোঃ নজরুল ইসলাম (সুলতান মাস্টার),
প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক চাষিরী হাজি মোঃ আব্দুল করিম বেপারী,
বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক চাষিরী আলহাজ্ব আক্তার হোসেন বেপারী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী সভাপতি অত্র মাদ্রাসা হাজি মোঃ আল আমিন বেপারী। এ সময় একাধিক উলামায়ে কেরাম বয়ান পেশ করেন এবং বিশিষ্ট ব্যক্তিসহ নারী পুরুষসহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।