প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্টসিয়াল মডেল স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ অনুষ্ঠান
মোঃ সাইফুল ইসলাম ঃঃ
আজ বৃহস্পতিবার বিকেলে প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্টসিয়াল মডেল স্কুল এন্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬ই জানুয়ারি বিকেল ৩ ঘটিকায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার শামসুর আলম সরকার, সরকারি হরগঙ্গা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নাজমুন নাহার, মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডাক্তার মোঃ মনজুরুল আলম, জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রেজাউল করিম, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ হোসেন লিটন।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরিফ উল্লাহ।
এ সময় প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।