
মুন্সীগঞ্জে শিশুরা ফুল-ফুটতে দিন সেমিনার অনুষ্ঠান
মোঃ জিয়াউর রহমান, ছবি ও তথ্য মোঃ সাইফুল ইসলাম ঃঃ
সোনার মানুষ, সৃষ্টির সেরা হতে হলে শৈশব থেকেই গড়ে তুলতে হবে। পিতা মাতা এবং শিক্ষকদের অবস্থান থেকে কিভাবে একটা শিশুকে বেড়ে উঠতে সহযোগিতা করবে সে বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই দুর্জয় তারুণ্য- Invincible Youth এর আয়োজন করা হয়েছে।
বুধবার বিকেলে কিশলয় কালেক্টরেট স্কুলে অনুষ্ঠিত শিশুদের বেড়ে উঠা নিয়ে সেমিনার শিশুরা_ফুল_ফুটতে_দিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ফাতেমা তুল জান্নাত জেলা প্রশাসক মুন্সিগঞ্জ, বিশেষ অতিথি মোহাম্মদ শামসুল আলম সরকার পুলিশ সুপার মুন্সিগঞ্জ, আরও উপস্থিত ছিলেন ফেরদৌস ওয়াহিদ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মাহবুবুর রহমান উপজেলা নির্বাহী অফিসার মুন্সিগঞ্জ সদর, হামিদা খাতুন সহ সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ মুন্সিগঞ্জ জেলা শাখা, মোঃ শাহরিয়ার হাছান ন্যাশনাল কনস্যালটেন্ট, মোঃ মেহেদী হাছান সভাপতি দুর্জয় তারুণ্য মুন্সিগঞ্জ।