মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে তারুণ্যের উৎসব উদযাপন

মোঃ ফরিদ হোসেন, টঙ্গীবাড়ী ঃঃ
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে কামারখাড়া ইউনিয়ন পরিষদ কতৃক আয়োজিত তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় কামারখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান হালদারের সভাপতিত্বে এবং কামারখাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চেয়ারম্যান -১ মনিরুজ্জামান, প্যানেল চেয়ারম্যান -২ নজরুল ইসলাম।
আরো ছিলেন ইউপি সদস্য নিজাম মৃধা, ইলিয়াস মুন্সি, সংরক্ষিত আসনের সদস্যা পারভীন, সেলিনা বেগম, আছমা বেগম, উপস্থিত ছিলেন স্বর্নগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল আলিম, কৃষক প্রতিনিধি আজিজুল ইসলাম, বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে আগত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবি মানুষ।