
মুন্সীগঞ্জে দু’টি রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা
মোহাম্মদ সেলিম
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দুইটি রাইস মিলকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জের অফিস। সেই দু’টি রাইস মিল হচ্ছে ভাই ভাই রাইস এজেন্সি ও স্বর্ণা রাইস এজেন্সি। এ দু’টি প্রতিষ্ঠানকে পৃথক পৃথকভাবে ৫হাজার টাকা করে মোট ১০হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জের অফিস পৃথক পৃথক সময়ের মধ্যে শ্রীনগর উপজেলায় বেজগাঁও এলাকায় এক অভিযান পরিচালনা করেন।
বেজগাঁয়ের ভাই ভাই রাইস এজেন্সি ও স্বর্ণা রাইস এজেন্সিতে অভিযানের সময়ে ঐ দু’টি প্রতিষ্ঠান চালের মূল্য তালিকা হালনাগাদ করে রাখে নাই। আর মিল গেইটে মূল্য বিহীন চালের বস্তা বিক্রি করা হচ্ছে। তাতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠান দুইটিকে জরিমানার আওতায় আনেন অভিযানের কর্তৃপক্ষ।
এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। আর তাকে সহযোগিতা করেন শ্রীনগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা।